‘দুর্নীতি-প্রশ্নফাঁসে’ বিব্রত আওয়ামী লীগ?
বর্তমানে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম হলো বিসিএসসহ নানা পরীক্ষার প্রশ্নফাঁস। এর আগে দেশজুড়ে আলোচিত ছিল ছাগলকাণ্ডে এনবিআর কর্মকর্তা মতিউরের দুর্নীতির তথ্য প্রকাশ। এরও আগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তার স্ত্রী ও মেয়ের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মেলে। এভাবে একের পর এক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির খবর বের হতে থাকায় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে টানা চতুর্থবারের মতো রাষ্ট্রক্ষমতায় থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগ।
সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় দুর্নীতির এমন খবরে আওয়ামী লীগ বিব্রত কি না— জানতে চাওয়া হয় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছে। ঢাকা পোস্টকে তিনি বলেন, দুর্নীতির অনেক বিষয় এখনও আলোতে আসেনি। সরকারি বিভিন্ন সংস্থা ও সাংবাদিক সমাজ বিভিন্নভাবে কিছু কিছু তথ্য উদঘাটন করতে পেরেছেন। তবে, সরকার এ বিষয়ে বেশ সচেতন। প্রশাসনিকভাবে দায়ীদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‘এটি এমন না যে হঠাৎ করে শুরু হলো, এটি চলমান ছিল। তবে, আগে ঢালাওভাবে আমরা জানতে পারিনি। সেভাবে প্রচারিতও হয়নি। এখন যখন হচ্ছে তখন এর বিরুদ্ধে সক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের এ কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।’