হ্যাকারদের ৩ লাখ ৭০ হাজার ডলার ‘মুক্তিপণ’ কেন দিল যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি

প্রথম আলো প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪, ২০:৩৩

যুক্তরাষ্ট্রের অন্যতম বড় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটির গ্রাহকদের তথ্য ও ফোনকলের তালিকা (লগ) চুরি করেছিল শাইনিহান্টার্স নামের একটি সাইবার হ্যাকার গ্রুপ। হ্যাকারদের কাছে থাকা গ্রাহকদের তথ্য-উপাত্ত মুছে ফেলার জন্য এই হ্যাকার গ্রুপের সদস্যদের ‘মুক্তিপণ বা র‍্যানসাম’ হিসেবে ৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার দিয়েছে এটিঅ্যান্ডটি। নিরাপত্তাবিষয়ক গণমাধ্যম সাইবার প্রেসে আজ ১৫ জুলাই প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে, শাইনিহান্টার্স হ্যাকার গ্রুপ এটিঅ্যান্ডটির ‘স্নোফ্লেক’ ক্লাউড অ্যাকাউন্টের দুর্বলতা কাজে লাগিয়ে গ্রাহকদের কল লগ, পরিচিতিসহ মেটাডেটায় অনুপ্রবেশ করেছিল।


২০২২ সালের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত ও ২০২৩ সালের জানুয়ারির মধ্যে এটিঅ্যান্ডটির প্রায় সব গ্রাহকের তথ্য চুরি করেছিল হ্যাকাররা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও