You have reached your daily news limit

Please log in to continue


আর্জেন্টিনার টানা শিরোপা জয় নিয়ে দি মারিয়া, ‘মনে হয় সহজ, কিন্তু খুব কঠিন’

ফাইনাল মানেই আনহেল দি মারিয়ার গোল, এটা এবার আর হয়নি। কিন্তু আর্জেন্টিনার সর্বশেষ কয়েকটি ফাইনালে যা হয়েছে, তার ধারাবাহিকতা ছিল আজও, ট্রফি জিতেই সতীর্থদের সঙ্গে মাঠ ছেড়েছেন দি মারিয়া। আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচে ট্রফি জয়ের আনন্দে বুঁদ আর্জেন্টাইন উইঙ্গার।

লাওতারো মার্তিনেজের ১১২ মিনিটের গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার ত্রিমুকুট জয়ের পর দি মারিয়া কৃতজ্ঞতা জানিয়েছেন দলের নতুন প্রজন্মের সতীর্থদের। একই সঙ্গে তিনি কথা বলেছেন লম্বা শিরোপা-খরার পর আর্জেন্টিনার টানা চারটি শিরোপা জয় নিয়েও।

২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালে লা ফিনালিসিমা, ২০২২ সালের বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনা টানা চারটি শিরোপা জয়ের পর অনেকেরই মনে হতে পারে, কাজটা যেন কত সহজ। আসলে যে তা নয়, দি মারিয়া বলেছেন সেটিই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন