কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, পূর্ণাঙ্গ রায় প্রকাশ হাইকোর্টের

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪, ১৮:৫৬

সরকারি চাকরিতে কোটা (৯ম থেকে ১৩ তম গ্রেড) বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। 


আজ রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ ২৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। এর আগে গত বৃহস্পতিবার সংক্ষিপ্ত রায় প্রকাশ করা হয়েছিল। 


ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, আপিল বিভাগ কোটার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন। এর ফলে আপাতত হাইকোর্টের রায় কার্যকর হবে না। রায়ের নকল পেলে দু-এক দিনের মধ্যে লিভ টু আপিল করা হবে বলে জানান তিনি। 


সরকার প্রয়োজনে কোটার অনুপাত পরিবর্তন, হ্রাস বা বৃদ্ধি করতে পারবে। আর এই রায় সরকারের ওপর কোনো বাধা সৃষ্টি করবে না। কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সরকার সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করতে পারবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও