বাড়ন্ত শিশুর রিকেট কেন হয়

প্রথম আলো প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪, ১৪:০০

রিকেট রোগে শিশুদের বাড়ন্ত হাড়ের ত্রুটি দেখা দেয়। খনিজ পদার্থ ক্যালসিয়াম ও ভিটামিন ‘ডি’র অভাবে এ রোগ হয়। এতে শিশুর হাড় বেঁকে যায়, হাড়ে ব্যথা হয়, পায়ের বিকৃতি দেখা যায়; এমনকি হাড় নরম হয়ে ভেঙে যেতে পারে। শিশুর শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়।


কারণ কী


মূলত দেহে ক্যালসিয়াম ও ভিটামিন ‘ডি’র অভাব এই রোগের মূল কারণ। পাশাপাশি ফসফরাসের অভাবে এ রোগ হতে পারে। রোদের অভাব, খাবারে ভিটামিন ‘ডি’র ঘাটতি, পরিপাকতন্ত্রে ভিটামিন ‘ডি’ শোষণ কমা এ রোগকে ত্বরান্বিত করে। পাশাপাশি লিভার ও কিডনির রোগের কারণে এ রোগ হতে পারে।


কীভাবে হয়


সূর্যের আলোয় দেহে ভিটামিন ‘ডি’ তৈরি হয়। পাশাপাশি বিভিন্ন খাবার যেমন তৈলাক্ত মাছ, মাছের তেল, মাখন, ডিম ইত্যাদিতে ভিটামিন ‘ডি’ পাওয়া যায়। রক্তে কোনো কারণে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে ভিটামিন-ডি খাদ্যনালি থেকে রক্তে ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি করে এবং হাড়ে থাকা ক্যালসিয়াম শোষণ করে রক্তে নিয়ে আসে। এতে হাড়ে ক্যালসিয়ামের ঘাটতিতে হাড় নরম ও ধীরে ধীরে বেঁকে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও