ইয়ামাল নয়, স্পেনের সাফল্যের কারণ অন্য এক মিডফিল্ডার
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ১৮:০০
ইউরোর এবারের আসরের সবচেয়ে বড় তারকা বোধকরি স্পেনের তারকা লামিনে ইয়ামাল। স্পেনের বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমি থেকে বেড়ে উঠেছেন। জাভি হার্নান্দেজের হাত ধরে মাত্র ১৬ বছর বয়সেই অভিষেক হয়েছে পেশাদার ফুটবলে। এরপর লুইস দে লা ফুয়েন্তের তারুণ্যনির্ভর স্পেন দলে জায়গা হয়েছে পাকা। পুরো আসরে স্পেনের ৬ ম্যাচের অপরাজেয় যাত্রায় বড় এক অংশ হয়ে আছেন ইয়ামাল। রেকর্ডের পর রেকর্ড গড়েছেন।
তিন অ্যাসিস্ট আর এক গোলে হয়ত বোঝার সাধ্য নেই, ইয়ামালের গুরুত্ব কতটা বেশি। তবে, স্পেনের এই অদম্য যাত্রায় ইয়ামালের চেয়েও বড় ভূমিকা আছে অন্য এক মিডফিল্ডারের। তিনি দানি ওলমো।
- ট্যাগ:
- খেলা
- কারণ
- স্পেন
- মিডফিল্ডার
- সাফল্যের গল্প