![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-07%252F809c268b-f39e-4c9d-8948-7103ae0184ac%252Fshorts%25202.%2520youtube.png%3Frect%3D0%252C0%252C3598%252C2399%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
ইউটিউব শর্টসে কৃত্রিম কণ্ঠস্বরে ধারাভাষ্য যুক্ত করা যাবে
প্রথম আলো
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ১৭:৪৯
ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় ইউটিউব শর্টস। সর্বোচ্চ ৬০ সেকেন্ডের শর্টস ভিডিও তৈরি করে আয়ও করছেন অনেকে। টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার শর্টস ভিডিওতে কৃত্রিম কণ্ঠস্বরে তৈরি ধারাভাষ্য (ভয়েস ওভার) যুক্তের সুবিধা চালু করেছে ইউটিউব।
নতুন এ সুবিধা চালুর ফলে শর্টস নির্মাতারা নিজেদের তৈরি যেকোনো ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে কৃত্রিম কণ্ঠস্বরের ধারাভাষ্য যুক্ত করে প্রকাশ করতে পারবেন।