বৃষ্টিতে আবার ঢাকা থই থই: এমন দশা কেন?
আষাঢ়ের শেষ সময়ে আধাবেলা ভারি বর্ষণে ঢাকা মহানগরের জলাবদ্ধতার যে চিত্রটা দেখা গেল, তা বহু দিন মানুষের আলোচনার খোরাক যোগাবে।
বর্ষায় সাপ্তাহিক ছুটির ভোরে ঝুম বৃষ্টিতে আয়েশি ঘুমের সুযোগ যাদের ছিল না, তারা ঘরের বাইরে বের হয়ে পড়েন থই থই পানিতে।
দুপুরের আগে আগে বৃষ্টি থামে, কিন্তু পানি আর নামে না। কিছু এলাকা ১২ ঘণ্টা তলিয়ে থাকে।
এই জলাবদ্ধতার জন্য ব্যবস্থাপনায় থাকা দুই সিটির দিকেই তীর ছুড়ছেন নগরবাসী।
আবহাওয়া অধিদপ্তর শুক্রবার ঢাকায় ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জলাবদ্ধতা
- ভারী বর্ষণ