এত বড় রেস্তোরাঁ!
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অনেকেই রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যাচ্ছেন। আবার রাত পোহালেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না! কিন্তু কিছু কিছু জিনিস কখনই খ্যাতি হারায় না। আবার অনেকেই ধরে রাখে খ্যাতির রেকর্ড।
এমনই একটি বিখ্যাত রেস্তোরাঁ আছে সিরিয়ার দামেস্ক শহরে। এটিকে এখন বিশ্বের বৃহত্তম রেস্তোরাঁ বলে হচ্ছে। এর নাম বাওয়াবেত দিমাশক রেস্তোরাঁ। এটি আবার দামেস্ক গেট রেস্তোরাঁ নামেও পরিচিত। জেরুজালেমের পুরোনো শহরের প্রধান গেটের নাম দামেস্ক গেট। সেখান থেকেই এ নাম নেওয়া হয়েছে। ২০০২ সাল থেকে চালু হওয়া এ রেস্তোরাঁটিকে ২০০৮ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে বড় রেস্তোরাঁ হিসেবে ঘোষণা করা হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য যে, এক দশকের বেশি সময় পার করেও এর খ্যাতির পালকে একটুও আঁচ লাগেনি।
- ট্যাগ:
- জটিল
- রেস্তোরাঁ
- তারকা খ্যাতি