নিজেকে ‘ফিটনেস-ফ্রিক’ বললেন জাহানারা

প্রথম আলো প্রকাশিত: ১২ জুলাই ২০২৪, ২১:৪৫

সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছরের মে মাসে, বাংলাদেশ নারী দলের শ্রীলঙ্কা সফরে। এরপর ফিটনেস ও ফিল্ডিং–সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয় জাহানারা আলমকে। কিন্তু আবাহনীর হয়ে সর্বশেষ মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে সর্বোচ্চ ২৫ উইকেট নিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন জাহানারা। ১৯ জুলাই শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া মেয়েদের এশিয়া কাপের বাংলাদেশ নারী দলে সুযোগ পেয়েছেন এই অভিজ্ঞ পেসার। ২০১৮ সালে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে জাহানারার ব্যাট থেকে এসেছিল বাংলাদেশের জয়সূচক রান। এবারও তিনি চান সেই সুখস্মৃতি ফিরিয়ে আনতে।


নিজের প্রত্যাবর্তন নিয়ে বিসিবির এক ভিডিও বার্তায় আজ জাহানারা বলেছেন, ‘গত এক বছরের মধ্যে ৯ মাস আমি মাসকো ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছি। সালাউদ্দিন স্যারসহ ওখানে যাঁরা কোচিং স্টাফ ছিলেন, উনারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সঙ্গে এবং চেষ্টা করেছেন আমি যেন ভালো পারফরম্যান্স করতে পারি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও