গাইবান্ধা পিটিআই: নিম্নমানের খাবার ও কম দামের বেডিং সরবরাহের অভিযোগ

www.ajkerpatrika.com গাইবান্ধা প্রকাশিত: ১১ জুলাই ২০২৪, ১৫:৪৫

গাইবান্ধা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণার্থী শিক্ষকদের জন্য বরাদ্দ খাবার ও জিনিসপত্র ক্রয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। খাবারের জন্য সরকারিভাবে নির্ধারিত টাকা বরাদ্দ দেওয়া হলেও সে মানের খাবার দেওয়া হচ্ছে না। তবে প্রতিষ্ঠানটির সুপার এই অভিযোগ নাকচ করেছেন।


পিটিআই সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ৯০ জন শিক্ষকের মৌলিক শিক্ষার জন্য পিটিআইয়ের আবাসিকে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। এ জন্য সরকারিভাবে বিশেষ বরাদ্দ রয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রশিক্ষণার্থী শিক্ষক অভিযোগ করে বলেন, প্রতিদিন একজনের খাবার ও নাশতার জন্য ৪৫০ টাকা বরাদ্দ থাকলেও মাথাপিছু ২০০ টাকার খাবার ও নাশতা দেওয়া হয় না। সুপার নিজ ক্ষমতাবলে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মো. আব্দুর রউফ মিয়ার মাধ্যমে সস্তা ও মানহীন খাবার সরবরাহ করে আসছেন। এ নিয়ে সুপারের কাছে আপত্তি জানালেও তিনি আমলে নেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও