জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়ায় কমছে ব্যবহার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ জুলাই ২০২৪, ১৩:১৯

যৌন সম্পর্কের সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যঝুঁকিহীন উপায় কনডম ব্যবহার। কিন্তু বাংলাদেশে ডলারের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটকে কারণ হিসেবে দেখিয়ে কনডমের দাম প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। পণ্যটির অস্বাভাবিক দাম বাড়ায় এর ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায়ের দিকে ঝুঁকতে পারে মানুষ, এমন আশঙ্কা করা হচ্ছে। আর সেটি হলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বাড়তে পারে। এর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত গর্ভপাত বৃদ্ধি এবং যৌনরোগ বিস্তারের আশঙ্কাও করছেন জনসংখ্যা ও জনস্বাস্থ্যবিদরা। সরকারিভাবে এখন এসব সামগ্রী আরও সহজলভ্য করার পরামর্শ তাদের।


জনশুমারি ও গৃহগণনার ২০২২-এর ভিত্তিতে চলতি বছরের ১ জানুয়ারির তথ্যে বাংলাদেশে বর্তমানে প্রাক্কলিত মোট জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার। ১৯৭৪ সালে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৬৪, যা ২০২২ সালে কমে ১ দশমিক ২২ শতাংশে নেমে এসেছে। তবে করোনাকালীন পরিবার পরিকল্পনা ব্যবস্থা সামগ্রীর সরবরাহ কমে যায়। এতে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা বাড়তে পারে বলে মনে করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও