![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-07%252Ffa5c277f-731c-4429-a07e-e191da59750d%252F_MG_3449.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.5)
খিচুড়ি আবার সাদাও হয়? দেখুন রেসিপি
প্রথম আলো
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ২০:২৮
খিচুড়ির উপকরণ: পোলাওর চাল ৩ কাপ, মুগ ডাল ১ কাপ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, গরম পানি ৬ কাপ, গরমমসলা কয়েকটা, ঘি/তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৩-৪টি।
প্রণালি: শুকনা তাওয়ায় মুগ ডাল টেলে, ধুয়ে, পানি ঝরিয়ে রাখুন। পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পাত্রে ঘি অথবা তেল গরম করে গরমমসলা ও পেঁয়াজ হালকা করে ভেজে নিন। এখন আদা, রসুনবাটা দিয়ে অল্প কষিয়ে নিন। চাল ও ডাল দিয়ে কয়েক মিনিট নাড়ুন। লবণ ও পানি দিয়ে এবার ঢেকে দিন। ১০ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দিন। কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ কমিয়ে ১৫ মিনিট পর বন্ধ করে দিন।