তুরস্কে কারখানা করছে চীনের বিওয়াইডি, তালিকায় আছে আরও দেশ

প্রথম আলো প্রকাশিত: ০৯ জুলাই ২০২৪, ১৬:০৩

গাড়ির উৎপাদন এখন আর চীনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না দেশটির বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি কোম্পানি বিওয়াইডি। এই পরিকল্পনার অংশ হিসেবে এবার তারা তুরস্কে কারখানা করতে যাচ্ছে। সে জন্য এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি।


তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলুর সূত্রে বিবিসি জানিয়েছে, এই কারখানায় বছরে দেড় লাখ গাড়ি উৎপাদন করা যাবে। ২০২৬ সালের শেষ দিকে এই কারখানা উৎপাদনে আসবে এবং তাতে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে।


সম্প্রতি ইস্তাম্বুলে এই কারখানা নির্মাণের চুক্তি হয়েছে। বিওয়াইডির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াং চুয়ানফু ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিবিসি বিওয়াইডির সঙ্গে যোগাযোগ করলে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও