শিশুদের অ্যাবসেন্স সিজার কী? কেন হয়?

প্রথম আলো প্রকাশিত: ০৯ জুলাই ২০২৪, ১৫:৪৫

শিশুদের মধ্যে স্নায়ুজনিত বিভিন্ন রোগ দেখা যায়। এর মধ্যে এপিলেপসি বা মৃগীরোগ অন্যতম। এপিলেপসিরও রয়েছে নানা রকমফের। অ্যাবসেন্স সিজার এ রকমই একধরনের মৃগীরোগ। শিশুদের মৃগীরোগের মধ্যে ১০ থেকে ১৭ শতাংশ হলো অ্যাবসেন্স সিজার। এ ধরনের খিঁচুনিকে ‘পিকনোলেপসি’ বা ‘পেটিট মাল সিজার’ও বলা হয়ে থাকে। এর সঙ্গে বিভিন্ন ধরনের জেনেটিক ফ্যাক্টর জড়িত থাকতে পারে।


সাধারণত চার থেকে আট বছর বয়সী শিশুদের মাঝে এই খিঁচুনি দেখা দিতে পারে। মেয়েশিশুদের এটা বেশি হয়ে থাকে। প্রতিদিন অনেকবার এই খিঁচুনি হতে পারে। শিশু খুব অল্প সময়ের (৩-২০ সেকেন্ডের) জন্য হঠাৎ অন্যমনস্ক হয়ে যায়, কী বলা হচ্ছে বুঝতে পারে না, হাতে কলম বা কোনো জিনিস থাকলে পড়ে যেতে পারে। চোখ দেখে মনে হতে পারে সে কিছু সময়ের জন্য ঘোরের মধ্যে চলে গিয়েছিল। এ রকম ঘটনা ক্ষণে ক্ষণে অনেকবার হতে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও