প্রতিদিন পানির বোতল পরিষ্কার না করা কতটা খারাপ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ১৯:১৬

বাসায়, স্কুলে শিশুর জন্য, রাস্তা-ঘাটে কিংবা অফিসে পানি পানের জন্য নিজের বোতল রাখা নিরাপদ। তবে প্রতিদিন যদি সেই বোতল পরিষ্কার না করা হয়, তাহলে কী হতে পারে?


উত্তর হল- খুবই বাজে ব্যাপার ঘটতে পারে। কারণ পুনঃব্যবহার যোগ্য পানির বোতল প্রতিদিন পরিষ্কার না করলে ব্যাক্টেরিয়া জন্মানোর মাত্রা বাড়ে। আর সেটা থেকে পানি পানে অসুস্থ হওয়ার আশঙ্কাও থাকে।


এই বিষয়ে নিউ ইয়র্ক’য়ের ‘মাইক্রোব্যাক ল্যাবরেটরিজ’য়ের করপোরেট পরিচালক, প্রশিক্ষক ও খাদ্য বিশেষজ্ঞ ক্রেইগ বলেন, “বোতলের ঢাকনার রাবারের সিল, মুখ আর বোতলের সাথে যুক্ত থাকা ‘স্ট্র’ বা পাইপ ব্যাক্টেরিয়ার জন্মানোর আদর্শ স্থান।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও