কোটা আন্দোলন: সপ্তাহের শুরুতে যানজটে অচল রাজধানী
ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাহমুদুল হাসান সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেটকারে খিলগাঁও থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। এই দূরত্ব যেতে তার সাধারণত ৩০-৪০ মিনিট সময় লাগে।
কিন্তু আজ রোববার সপ্তাহের শুরুর দিনে তিনি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছে পৌঁছে শাহবাগ থেকে ফার্মগেট রুটে ব্যাপক যানজটে পড়েন তিনি। পরে রুট বদলে অন্য পথে এক ঘণ্টার বেশি সময় পর তিনি গন্তব্যে পৌঁছান।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'হঠাৎ যানজটে পড়ে পথ পাল্টাতে হয়েছে। রাস্তায় এত গাড়ি আর এত জায়গায় রাস্তা আটকানো, যে বেশ ঝামেলায় পড়ে যাই।'