ব্রাজিলকে বিদায় করে সেমি-ফাইনালে উরুগুয়ে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ১১:৫৮

এদের মিলিতাওয়ের শট ঠেকিয়ে দিলেন সের্হিও রচেত, পোস্টে মারলেন গাব্রিয়েল মার্তিনেল্লি। আলিসন বেকার অবশ্য হোসে মারিয়া হিমেনেসের শট থামিয়ে কিছুটা আশা জাগান। তাতে লাভ হয়নি। মানুয়েল উগার্তের শট জালে যেতেই সেমি-ফাইনালে উঠে গেল উরুগুয়ে। শেষ আট থেকে বিদায়ঘণ্টা বেজে গেল ব্রাজিলের।


কোপা আমেরিকার চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে গোলশূন্য ড্র থাকে মূল ম্যাচ। পরে লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে টাই ব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় মার্সেলো বিয়েলসার দল।


২০১১ সালে সবশেষ শিরোপা জেতার চার আসর পর আবার শেষ চারের টিকেট পেল রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ীরা। আর কোয়ার্টার-ফাইনালেই থেমে গেল গত দুই আসরের ফাইনালিস্ট ব্রাজিলের যাত্রা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও