‘এক গোল’ আর ‘তিন ড্র’ দিয়েই সেমিফাইনালে ফ্রান্স!
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ১৯:৪২
ইউরো শুরুর আগেই ফ্রান্সকে ধরে রাখা হয়েছিল শিরোপার দাবিদার হিসেবে। ২০১৬ সাল থেকেই যেকোন টুর্নামেন্ট এলেই তাতে ফেবারিট হিসেবে জায়গা করে নেয় ফ্রান্সের নাম। ২০১৬ ইউরোর ফাইনাল, ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন, ২০২২ বিশ্বকাপে রানারআপ… ধারাবাহিকভাবেই দুর্দান্ত ছিল দিদিয়ের দেশামের দল।
এবারের ইউরোতেও এখন পর্যন্ত ফ্রান্স হারেনি কোনো ম্যাচ। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়াম আর কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে চলে গিয়েছে সেমিফাইনালে। কিন্তু আসরের সেরা চারে চলে গেলেও ফ্রান্স এখন পর্যন্ত জয় পেয়েছে মোটে ২ ম্যাচে। তারা গোলও করেছে ১টি। সেটাও পেনাল্টি থেকে। অর্থাৎ সেমিতে যাওয়া দিদিয়ের দেশামের দল আসরে এখনও ওপেন প্লে থেকে কোনো গোলই করতে পারেনি।