আইফোনে ভাইব্রেশন ফিচার ব্যবহারের সহজ নিয়ম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ১৮:০২

আইফোন এমন এক ডিভাইস যা নকশা করা হয়েছে মানুষের সঙ্গে ব্যবহারকারীর সংযোগ স্থাপন করার উদ্দেশ্যেই। আর নতুন মেসেজ, ফোন কল ও অন্যান্য নোটিফিকেশনের জন্য এ ডিভাইসে জানান দেওয়ার নানা পদ্ধতিও রয়েছে।


এসব পদ্ধতির মধ্যে, ভাইব্রেশন ফিচারটি আলাদা। এর বাংলা অর্থ ‘কম্পন’, আর এ ফিচার চালু করলে একটি ফোন শব্দের পাশাপাশি কম্পনের মাধ্যমেও নতুন নোটিফিকেশন সম্পর্কে ব্যবহারকারীকে সতর্ক করে।


আইফোনের ভাইব্রেশন ফিচারটি ‘হ্যাপটিকস’ বলা হয়, আর এটি কাজে আসতে পারে বিভিন্ন উপায়ে। উদাহরণ হিসেবে, গুরুত্বপূর্ণ কোনো মিটিং যেখানে নিরবতা কাম্য, সে সময় ভাইব্রেশনের সাহায্যে ফোনের নোটিফিকেশন সম্পর্কে জানা যেতে পারে। পাশপাশি, একটি আইফোন সাইলেন্ট মোডে থাকলেও ভাইব্রেশন চালু করা থাকলে বিভিন্ন নোটিফিকেশন সম্পর্কে জানা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ডিজিটাল ট্রেন্ডস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও