স্টুটগার্টে গোল করে বাবার ৩৩ বছরের স্মৃতি ফেরালেন মেরিনো
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ১৬:৫০
কাকতালীয় ব্যাপারটা ফুটবলের সঙ্গেই বোধ হয় বেশি ঘটে থাকে। এর আগেও এমন ঘটনা অনেকবার দেখা গেছে। বাবা এক রকমভাবে গোল করছেন, তার অনেক বছর পর ছেলেও তেমনটাই করেছেন। আবার কোনো কিংবদন্তির গোলউদযাপনের অনুরূপ উদযাপন করতেও দেখা গেছে অনেককে। তবে স্পেনেরর মিকেল মেরিনোর বেলায় যেটা ঘটলো, তা রীতিমতো অবিশ্বাস্যই বলা চলে।
জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ের খেলায় ১-১ সমতায় ছিল স্পেন। নিকো উইলিয়ামসের বদলি হিসেবে নেমেছিলেন মেরিনো। সবাই যখন টাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই লা লিগায় রিয়াল সোসিয়েদাদ তারকার ১২০ মিনিটের দারুণ গোলে অন্তিম মুহূর্তে অবিশ্বাস্য এক জয় পায় স্পেন।
- ট্যাগ:
- খেলা
- গোল
- স্মৃতিচারণা
- ম্যানুয়েল মেরিনো