ক্রীড়াঙ্গনের ভালোবাসায় অন্তিমযাত্রা গ্র্যান্ডমাস্টার জিয়ার
প্রথম আলো
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ১৫:১৫
পল্টনে বাংলাদেশ দাবা ফেডারেশনে সেই ছোটবেলা থেকেই ছিল তাঁর আসা–যাওয়া। নিজের সেই প্রিয় স্থানে আর যাবেন না গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। শেষবারের মতো আজ গিয়েছিলেন বেলা ১১টার দিকে। তবে কফিনে শুয়ে। পুরোনো জাতীয় ক্রীড়া পরিষদের নিচতলায় হলো জিয়ার জানাজা।
ক্রীড়াঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন জানাজায়। মাত্র ৫০ বছর বয়সে অকাল প্রয়াত এই দাবাড়ুর কফিনে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), দাবা ফেডারেশন, তায়কোয়ান্দো ফেডারেশন। আনুষ্ঠানিকতা শেষে জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুরে তাজমহল রোডে। বাবার কবরের পাশে হচ্ছে তাঁর শেষ ঠিকানা।
- ট্যাগ:
- খেলা
- দাফন
- জিয়াউর রহমান