সামনে কঠিন পথ, ইরানিদের পাশে থাকার আহ্বান নতুন প্রেসিডেন্টের
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সামনে কঠিন পথ। ইরানিদের সহযোগিতা, সহমর্মিতা ও বিশ্বাস ছাড়া এই পাড়ি দেওয়া কঠিন বলেও মন্তব্য করেছেন তিনি। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক টুইটে তিনি এই আহ্বান জানান।
গত সপ্তাহে অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে পারেননি। তাই নিয়ম অনুসারে নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায় তথা রান-অফে। এই রান-অফে অংশ নেন প্রথম দফার নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও সাঈদ জালিলি।