আজ দিনটি পার্কে কাটানোর, পার্ক কীভাবে তৈরি হলো জানেন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ১৩:৪০

কতদিন কোনো পার্কে যান না মনে করে দেখুন তো? সকাল থেকে সন্ধ্যা অফিস, তারপর ঘরের কাজ, খাওয়া, ঘুম। আবার সকালে উঠে কাজে ছোটা। এভাবেই দিন, মাস, বছর পার হয়ে যাচ্ছে। নিজের জন্য যেন একটু সময় নেই। এই কর্মব্যস্ততায়, সেই সঙ্গে এখন নিত্যসঙ্গী গ্যাজেটে ব্যস্ত থাকায় বহুদিন নিশ্চয়ই পার্কে যান না। খোলা মাঠে একটু বসা হয় না। আজ যেতে পারেন। আজ সব কাজ ফেলে পার্কে সময় কাটানোর দিন।


জুলাইয়ের প্রথম শনিবার বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি পালন করা হয়। হাজার হাজার মানুষ বিশ্রাম নিতে, মজা করতে এবং সাজানো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পার্কে ছুটে যান। এই দিনটিতে বড় পার্কগুলো দর্শকদের জন্য বিশেষ খেলাধুলা বা অবসর অনুষ্ঠানের আয়োজন করে এবং যারা পার্কে যায় না তাদের শুরু করতে উৎসাহিত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও