এবার অবসরে যাচ্ছে রোহিত-কোহলির জার্সি!

যুগান্তর প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ১২:১৭

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। কেটেছে ভারতের দীর্ঘ দিনের শিরোপা খরা। ১১ বছর পর কোনো আইসিসি ট্রফি জিতল ভারত, টি-টোয়েন্টিতে যা ১৭ বছর পর। ভারতের শিরোপা খরা কাটিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি। দলের এই দুই ক্রিকেটারের অর্জনকে স্মরণীয় করে রাখতে এবার এই দুই ক্রিকেটারের জার্সিকেও অবসরে পাঠানোর দাবি উঠেছে। বিসিসিআইয়ের কাছে এমন দাবি করেছেন দেশটির সাবেক ক্রিকেটার সুরেশ রায়না।


ভারতকে বিশ্বকাপ জেতাতে অন্যতম ভূমিকা রেখেছেন রোহিত ও কোহলি। ৮ ম্যাচে বিশ্বকাপে রোহিতের রান ২৫৭। যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে টুর্নামেন্টে ভালো না করলেও ফাইনালে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। ফাইনাল ম্যাচে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কোহলি। তাছাড়া দীর্ঘ ক্যারিয়ারে ভারতের বহু জয়ে ভূমিকা তো আছেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও