You have reached your daily news limit

Please log in to continue


আসামে ব্রহ্মপুত্রের রুদ্রমূর্তিতে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত বেড়ে ৪৬

বাংলাদেশের উজানে থাকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে রুদ্রমূর্তি ধারণ করেছে চীন থেকে আসা ব্রহ্মপুত্র। আর এতে আসামের ব্রহ্মপুত্র অববাহিকায় থাকা জেলাগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ছাড়াও রাজ্যটির অন্যান্য সব বড় নদীর পানিই বিপৎসীমার ওপর দিয়ে বইছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে এবং পানিবন্দী হয়ে পড়েছেন আরও সাড়ে ১৬ লাখ মানুষ। 


আসাম সরকার গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ব্রহ্মপুত্রসহ রাজ্যের সব বড় নদীর পানিই বিপৎসীমার ওপর দিয়ে বইছে। বিশেষ করে দিগারু ও কলং নদীর পানির কারণে বিপুল পরিমাণ এলাকা ডুবে গেছে। এদিকে, আসামে ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় ভাটিতে থাকা বাংলাদেশের উত্তরবঙ্গেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন