You have reached your daily news limit

Please log in to continue


কাঁচা মরিচের কেজি ২৮০, সবজির দামও বেশ চড়া

বেশ অনেকটা বেড়েছে কাঁচা মরিচের দাম। রাজধানীর চারটি খুচরা বাজারে গতকাল বৃহস্পতিবার ২৮০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে। অথচ এক সপ্তাহ আগেও পণ্যটির দাম ছিল প্রতি কেজি ১৬০ থেকে ২০০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ৮০-১০০ টাকা দাম বেড়েছে কাঁচা মরিচের। এর পাশাপাশি বেড়েছে বিভিন্ন ধরনের সবজি ও মাছের দামও।

বিক্রেতারা বলছেন, উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে কাঁচা মরিচের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি মরিচের আমদানিও কম হচ্ছে। এ ছাড়া বৃষ্টির কারণে বিভিন্ন সবজি ও মাছের সরবরাহেও বিঘ্ন ঘটছে। এতে এসব পণ্যের দামও বাড়ছে। গতকাল রাজধানীর শেওড়াপাড়া, তেজকুনীপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোহাম্মদপুর টাউন হল বাজার ও কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন