এ বছর বাজারে আমের দাম এত বেশি কেন?
যুগান্তর
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৪, ২০:৪০
চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ঢাকাসহ সারা দেশের বাজারে নানা জাতের আম উঠলেও আমের দাম নিয়ে বেশ অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের মাঝে।
অনেকেই বলছেন, এ বছর আমের দাম এত বেশি যে আম কিনতে হিমশিম খাওয়ার জোগাড় তাদের।
ঢাকার বিভিন্ন সুপারশপ থেকে শুরু করে বনশ্রী, ইস্কাটন, আফতাবনগরসহ আরও অনেক এলাকার একাধিক খুচরা দোকানে গিয়ে দেখা গেছে, এক কেজি আম কিনতে হলে একজন ক্রেতাকে অন্তত ১০০ থেকে ১২০ টাকা গুনতে হচ্ছে। আমের জাত ও আকারভেদে এই দাম অনেক সময় আরও বেশি পড়ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাজারে
- দাম বৃদ্ধি
- আম গাছ