দুই গেমিং ইয়ারবাডস আনলো বোল্ট
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৪, ২০:২০
বর্তমানে ওয়্যারলেস গ্যাজেটগুলোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। বিশেষ করে হেডফোন, যেগুলোর নতুন সংস্করণ হচ্ছে ইয়ারবাড। ছোট্ট এই ব্লুটুথ ইয়ারবাডগুলো স্বাচ্ছন্দ্যে দীর্ঘক্ষণ কানে পরে থাকা যায়। পকেটে খুব সহজেই বহন করা যায়। ফলে চাহিদাও অনেক বেশি। তাই তো সব সংস্থা একের পর এক নতুন ইয়ারবাড আনছে বাজারে।
জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা বোল্ট একসঙ্গে ২টি ইয়ারবাড নিয়ে এলো বাজারে। যারা ভিডিও গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য সবচেয়ে উপকারী হতে পারে। বোল্ট জেড৪০ এবং বোল্ট ওয়াই১-এই দুই ইয়ারবাডস ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গেমিং
- ওয়্যারলেস ইয়ারবাড
- ইয়ারবাড