You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রাম মহানগর আ.লীগের সম্মেলন ১৮ সেপ্টেম্বর

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৪ জুলাই) চট্টগ্রামের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দলের সভানেত্রী শেখ হাসিনার সম্মেলনের তারিখ সদয় অনুমোদন করেছেন।

জানা গেছে, চট্টগ্রাম মহানগরের অন্তর্গত ১৩২টি ইউনিটের মধ্যে ১০৫ ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে। ৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ড এবং ১৫টি থানার মধ্যে ১টি থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ জুলাইয়ের মধ্যে অবশিষ্ট ইউনিট সম্মেলন, ৩১ জুলাইয়ের মধ্যে ওয়ার্ড সম্মেলন এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে থানা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় টিমওয়ার্কের মাধ্যমে সবাই মিলে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন