কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নষ্টের পথে জিমন্যাস্টিক্সের কোটি টাকার সরঞ্জাম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ২০:১৪

জাতীয় ক্রীড়া পরিষদের (ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল-এনএসসি) অধীনে দেশের সকল ফেডারেশন, সংস্থা ও ক্রীড়া স্থাপনা। খেলাধুলা চলমান রাখা ও উন্নয়নের জন্য প্রায় প্রতি বছরই এনএসসি ক্রীড়া স্থাপনা নির্মাণ ও সংস্কারের কাজ করে। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের জিমনেশিয়াম জিমন্যাস্টিক্স ও তায়কোয়ান্দোর ভেন্যু (পূর্বে ভারত্তোলন, কুস্তি এবং কারাতেও ছিল)। চলমান টানা বৃষ্টিতে সেই জিমনেশিয়ামে পানি ঢুকে জিমন্যাস্টিক্সের কোটি টাকার সরঞ্জাম নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।


জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের পেছনের অংশ জিমনেশিয়াম। আয়তনে সুবিশাল হলেও অন্য সুযোগ-সুবিধা একেবারেই সীমিত। আলোকস্বল্পতার পাশাপাশি বাতাস চলাচলও কম। ফলে তীব্র গরমেই জিমন্যাস্ট ও তায়কোয়ান্দো খেলোয়াড়রা অনুশীলন ও টুর্নামেন্ট খেলেন। এই সীমাবদ্ধতার মধ্যে বর্ষা মৌসুমে যোগ হয়েছে বৃষ্টির পানি। কয়েক বছর ধরেই বৃষ্টির পানি জিমনেশিয়ামের ভেতর প্রবেশ করছে। আগে এটা তেমন শঙ্কার কারণ ছিল না। গত দুই বছরে জিমন্যাস্টিক্স ফেডারেশন কয়েক কোটি টাকার সরঞ্জাম এনেছে ও ভেন্যু জিমন্যাস্টিক্স উপযোগী করেছে। তবুও বৃষ্টির পানিতে ধীরে ধীরে নষ্টের পথে জিমন্যাস্টিক্সের মূল্যবান সরঞ্জামাদি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও