নারীদের প্রসব-পরবর্তী ব্যথা
প্রথম আলো
প্রকাশিত: ০২ জুলাই ২০২৪, ১৩:৩৪
সন্তান জন্মদানের পর মায়েদের নানা শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। এ সময় শরীর দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে এবং প্রায়ই হাড়, মাংসপেশি, অস্থিসন্ধি, স্নায়ু-সংক্রান্ত জটিলতা দেখা দেয়। যথাযথ চিকিৎসা নিলে, সঠিক যত্ন ও কিছু নিয়ম মেনে চললে অনেক জটিলতা এড়ানো সম্ভব।
প্রসবের পর ছয় সপ্তাহ পর্যন্ত সাধারণত যেসব সমস্যা বেশি দেখা যায়, সেগুলো হলো ঘাড়, পিঠ, কোমর বা পায়ে ব্যথা। অস্থিসন্ধিতে (হাঁটু, কবজি) ব্যথা, হাত-পা ও আঙুলে ঝিঁঝি ধরা, অবশ হয়ে যাওয়া, ক্লান্তিবোধ বা অস্বস্তি অনুভব করা, অনেক ক্ষেত্রে সমস্যাগুলো দীর্ঘমেয়াদি রূপ নিতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ব্যথা
- বাচ্চা প্রসব