You have reached your daily news limit

Please log in to continue


ময়দায় ভেসে উঠছে প্রখ্যাতদের ছবি

কালো কাপড়ে হাতে করা পেন্সিলের স্কেচে ময়দা ছুড়ে ফুটিয়ে তুলছেন বিখ্যাত ব্যক্তিদের অবয়ব। দেশের প্রধানমন্ত্রী, প্রিয় খেলোয়াড়সহ স্বনামধন্য বিভিন্ন ব্যক্তির ছবি ময়দা আর হাতের কারিশমায় ফুটিয়ে তুলছেন কুড়িগ্রামের জসিম উদ্দিন। তার এমন অবাক করা হাতের কাজ দেখতে প্রতিদিন স্থানীয় মানুষজন চোখ রাখছেন জসিমের কালো কাপড়ের ক্যানভাসে।

প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বিখ্যাতদের ছবি এঁকে সারা ফেলেছেন কুড়িগ্রামের রৌমারীর ব্রহ্মপুত্রের প্রত্যন্ত চরাঞ্চলের স-মিল মিস্ত্রি জসিম উদ্দিন। অভিনব কায়দায় ময়দা ছুড়ে তার ছবি আঁকার প্রতিভা দেখে অভিভূত শিক্ষার্থীসহ স্থানীয়রা। তারা বলছেন, উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা জসিম উদ্দিন হয়ে উঠতে পারেন একজন বড় মাপের চিত্রশিল্পী।

সরেজমিন দেখা গেছে, জসিম একের পর এক ময়দা ছুড়ছেন কালো কাপড়ের ক্যানভাসে। আর তার হাতের কারিশমায় তাতে স্পষ্ট হয়ে উঠছে বিখ্যাতদের অবয়ব। চরাঞ্চলের একটি কলেজ ভবনের সামনে এভাবে ছবি আঁকতে দেখতে ভিড় করছেন শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন বয়সের মানুষজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন