মুখে মিষ্টি হাসি, কোমর দুলিয়ে নাচছে ছোট্ট পরি, ভিডিয়ো দেখে মন গলল নেটিজেনদের

eisamay.com প্রকাশিত: ০১ জুলাই ২০২৪, ২১:১৫

রোজ সোশ্যাল মিডিয়ায় কত ধরনের কনটেন্ট আমরা দেখতে পাই। যার মধ্যে মন ভালো করা ভিডিয়ো থাকে। আবার কিছু কনটেন্ট দেখে মন খারাপও হয়ে যায়। তবে এসব কনটেন্টকে এবার পিছনে ফেলে দিল একটা বাচ্চা মেয়ের নাচের ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় সমস্ত লাইমলাইট নিয়ে চলে গেল একটা ছোট্ট পরি। জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং ও বাদশার গান 'সোলমেটের' তালে তালে পা মেলাচ্ছে সে। আর তার নাচের ভিডিয়োই এখন ভাইরাল ইন্টারনেটে।


ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে, একটি পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে এক ছোট্ট মেয়ে। পরনে তার পিচ রঙের একটি থ্রি পিস কো-অর্ড সেট। আর কোমর অবধি তার ঘন কালো চুল। দু' হাত দিয়ে কোটের দুই প্রান্ত ধরে রেখেছে সে। তারপরই শুরু হয় অরিজিৎ সিং এবং বাদশার 'সোলমেট' গান। আর তা শুরু হতেই কোমর দুলিয়ে সামনে ঘোরে সেই ছোট্ট পরি। জামা ছেড়ে দিয়ে শুরু করে নাচ। সঙ্গে তার মুখে লেগে থাকে মিষ্টি হাসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে