আর্জেন্টাইন কোচরা কেন একের পর এক কোপায় নিষিদ্ধ হচ্ছেন

প্রথম আলো প্রকাশিত: ০১ জুলাই ২০২৪, ১৯:৫১

লিওনেল স্কালোনি, রিকার্দো গারেকা, ফার্নান্দো বাতিস্তা ও মার্সেলো বিয়েলসা। বলুন তো এই চারজনের মধ্যে মিলটা কী? প্রথমেই আসবে, চারজনই ফুটবল কোচ। জাতিতে আর্জেন্টাইন। চারজনই এবার কোপা আমেরিকায় এসেছেন। এবার কোপা আমেরিকায় এই চার আর্জেন্টাইন কোচই ‘লেট লতিফ’, সে জন্য শাস্তি পেয়ে চারজনই মিলেছেন নিষেধাজ্ঞার মোহনায়।


কারণও একই। চার কোচই ম্যাচের দ্বিতীয়ার্ধে দেরি করে মাঠে ফেরার দায়ে অভিযুক্ত। সর্বশেষ এই অপরাধে অভিযুক্ত উরুগুয়ে কোচ বিয়েলসা। গ্রুপ পর্বে উরুগুয়ের পানামা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে দেরি করে ফিরেছেন বিয়েলসা। বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে বিরতির পর মাঠে ফিরেছেন বেঁধে দেওয়া সময়ের চেয়ে ৯০ সেকেন্ড দেরিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও