![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-07%252Fd9099116-e4ed-48ba-8dee-ff8602970e65%252F361245_01_02.jpg%3Frect%3D363%252C0%252C3060%252C2040%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
‘রাবিশ’–এর জবাব গোলের পর মুখেও দিলেন বেলিংহাম
প্রথম আলো
প্রকাশিত: ০১ জুলাই ২০২৪, ১৬:০৩
আর কে?
গোল করেই সমালোচকদের খুঁজছিলেন তিনি। সতীর্থরা যখন তাঁকে স্পর্শ করতে ছুটে আসছেন, ক্যামেরা আর গ্যালারির দিকে তাকিয়ে চিৎকার করেই বললেন, আর কে? ম্যাচের শেষ বাঁশি বাজতে দেড় মিনিটও বাকি নেই। আসলে তো ম্যাচ শেষের নয়, ইংল্যান্ডের বিদায়ের বাঁশি। আর সেই মুহূর্তেই বাইসাইকেল কিকে স্লোভাকিয়ার জালে বল পাঠালেন জুড বেলিংহাম। কয়েক দিন ধরে তাঁকে আর তাঁর দলকে যাঁরা সমালোচনায় বিদ্ধ করেছিলেন, গোলটা যেন তাঁদেরই জবাব দেওয়া। তবে ২১ বছর বয়সী ইংলিশ তারকা সেখানেই থামেননি। ম্যাচের শেষেও কথা বলেছেন সমালোচকদের নিয়ে, বলেছেন ‘রাবিশ’ কথাবার্তা নিয়ে।