দুশ্চিন্তা নিয়েই নতুন অর্থবছর শুরু
২০২০ সালে করোনার কারণে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছিল। বাংলাদেশের অর্থনীতির সূচকগুলো তখনো বেশ ভালো ছিল। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর একে একে খারাপ হতে শুরু করে দেশের অর্থনীতি। এক মার্কিন ডলারেই কাবু হয়ে পড়ে পুরো অর্থনীতি। নিত্যপণ্যের দামে নাকাল অবস্থা সাধারণ মানুষের। নানা সমস্যায় জর্জরিত অর্থনীতি আজ সোমবার নতুন আরেকটি অর্থবছর শুরু করছে।
সদ্য বিদায়ী অর্থবছরের মতো নতুন অর্থবছরেও বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে উচ্চ মূল্যস্ফীতি, ডলার–সংকট, খেলাপি ঋণের বোঝা, ক্ষয়িষ্ণু রিজার্ভ। পুরোনো এসব চাপের পাশাপাশি নতুন চাপ হিসেবে সামনে আসছে বিদেশি ঋণ পরিশোধ ও ব্যাংক খাতের দুরবস্থা। তবে অর্থনীতির অন্যতম সূচক প্রবাসী ও রপ্তানি আয়ে কিছুটা স্বস্তি আছে। সার্বিকভাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে উত্তরাধিকার সূত্রে পাওয়া চাপ যেমন সামাল দিতে হবে, তেমনি নতুন চাপও মোকাবিলা করতে হবে। সংকট কাটাতে কতটা ভূমিকা রাখতে পারবে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), এটাই এখন দেখার বিষয়।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- নতুন
- দুশ্চিন্তা
- অর্থবছর