কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দল বেঁধে ঢোকেন ‘নেতার’ অনুসারীরা, বুঝে ওঠার আগেই চলে ভাঙচুর

প্রথম আলো চট্টগ্রাম প্রকাশিত: ৩০ জুন ২০২৪, ২৩:১২

চট্টগ্রামে সরকারি কার্যভবনের আঙিনায় গণপূর্ত ঠিকাদার সমিতির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা দেড়টার দিকে নগরের আগ্রাবাদে সরকারি কার্যভবন ১-এ এই ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। হামলায় জাহাঙ্গীর আলম (৩২) নামেন একজন আহত হয়েছেন। হামলাকারীরা স্থানীয় এক যুবলীগ নেতার অনুসারী বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে সমিতির কার্যালয়ের ভেতরে ঠিকাদার জাহাঙ্গীর আলম বসা ছিলেন। ২৫-৩০ জন দল বেঁধে এসে তাঁকে কক্ষ থেকে বের করে দেন। এ সময় তাঁকে মারধর করেন তাঁরা। এ সময় কক্ষের কাচের দরজা, অ্যালুমিনিয়ামের ফ্রেম ভেঙে ফেলেন। ভাঙচুর করেন চেয়ার-টেবিল। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে জালাল (৩৫) ও সাকিব (২১) নামের দুজনকে আটক করেছে ডবলমুরিং থানা-পুলিশ।


রাত ৯টার দিকে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের পাটোয়ারী প্রথম আলোকে বলেন, সরকারি কার্যভবনের আঙিনায় গণপূর্ত ঠিকাদার সমিতির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।




সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও