সপ্তম মেয়াদেও হলো না শেষ, কাজ বাকি রেখেই সমাপ্ত ঘোষণা
যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা এ মাসেই। প্রকল্পের নথিতে সেটি সমাপ্তও হয়েছে। তবে বাস্তবতা ভিন্ন। কাগজ কলমে কাজ শেষ হলেও বাস্তবে চলছে। তবে প্রকল্প পরিচালক (পিডি) জাফর বায়েজীদ বলছেন এ মাসেই সব কাজ শেষ হবে।
জানা যায়, চার বছরের এ প্রকল্পটি বারবার মেয়াদ বাড়িয়ে ১৩ বছরেও শেষ হয়নি। পরে গত ১২ সেপ্টেম্বর সপ্তম দফায় রুগ্ন প্রকল্প হিসেবে এক বছর বাড়িয়ে জুন পর্যন্ত মেয়াদ নির্ধারণ করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। তবে রুগ্ন এ প্রকল্পটি নির্মাণে কয়েক দফায় ব্যয় বেড়েছে ৩৪০ কোটি ২১ লাখ টাকা। তবে জমি অধিগ্রহণে দেরি, ঠিকাদারের গাফিলতি, কোভিড-১৯ সহ নানা কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হয়েছে বলে অজুহাত সংশ্লিষ্টদের।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নির্মাণকাজ
- শিল্প পার্ক