![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-06%252Fdeefdf61-2f2a-409c-9943-56744c7024c0%252F424e3240-a4e5-4550-ad48-bcc3a29a5d52.jpeg%3Frect%3D0%252C0%252C1280%252C853%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
শুধু বক্তৃতায় খালেদা জিয়ার মুক্তি মিলবে না: গয়েশ্বর রায়
প্রথম আলো
প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ১৮:১১
যুদ্ধ করেই দেশ স্বাধীন করতে হয়েছে, তাই শুধু বক্তৃতায় বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। বেলা পৌনে তিনটার দিকে সমাবেশ শুরু হয়।
বিশেষ অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র বলেন, বিগত সাতটি বছর খালেদা জিয়া মঞ্চে আসেন না, জনগণ তাঁর কণ্ঠ শুনতে পায় না। সরকার নির্বাহী আদেশে তাঁর সাজা স্থগিত করেছে। তিনি এখনো বন্দী, তিনি উপযুক্ত চিকিৎসা পান না, জামিন পান না, অথচ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা জামিন পান।