কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হঠাৎ কেন বেড়েছে সাপের উপদ্রব?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ২২:৩৫

প্রাণিবিদরা মনে করছেন, বাংলাদেশে চিল ও বেজির মতো প্রাকৃতিক শিকারি প্রাণীর সংখ্যা আশঙ্কাজনকহারে কমে গেছে। যা সাপের সংখ্যা বৃদ্ধি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ। কারণ, প্রাকৃতিক শিকারি প্রাণীরা বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সাপের সংখ্যা নিয়ন্ত্রণে সহায়ক হয়। কোনো কারণে এসব প্রাণীর সংখ্যা হ্রাস পেলে সাপের সংখ্যা বাড়ার সম্ভাবনা থাকে।


বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ইউনিট ভেনম রিসার্চ সেন্টারের তথ্য বলছে, দেশজুড়ে প্রতি বছর প্রায় চার লাখ তিন হাজার মানুষ এবং আড়াই হাজার গবাদিপশু সাপের দংশনে শিকার হয়। এর মধ্যে সাত হাজার ৫১১ জনই মারা যায়। এসব বিষধর সাপের কামড়ে মানুষের প্রাণ হারানোর প্রধান কারণ হলো, সময় মতো সঠিক চিকিৎসা না নেওয়া। অনেক মানুষ গ্রামাঞ্চলে বাস করেন। সেখানে চিকিৎসা সুবিধা কম থাকায় সমস্যাটি আরও বেড়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও