কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওরা ১৩ জন রোহিঙ্গা নাকি বাংলাদেশি?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ২০:৪৬

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ১৩ জনকে ‘রোহিঙ্গা’ দাবি করে মামলা দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারি কয়েকটি দপ্তরের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রোহিঙ্গারা বাংলাদেশি নাগরিকদের মতো অনলাইন জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন বলে উল্লেখ করা হয় মামলায়। ঘটনার সঙ্গে জড়িত ১৩ জনের মধ্যে ১০ জনই পেয়েছিলেন বাংলাদেশি পাসপোর্ট। এ কারণে মামলায় নির্বাচন কমিশন ও পুলিশ কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছিল। 


সম্প্রতি মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে দুদক। দীর্ঘদিনের তদন্ত শেষে সংস্থাটি প্রতিবেদনে উল্লেখ করেছে, যে ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছিল ‘সেটি মিথ্যা’। যদিও তদন্তের আগে অনুসন্ধান শেষে সংস্থাটি মামলার এজাহার দায়ের করেছিল। প্রতিবেদনে পুলিশ, নির্বাচন কর্মকর্তাসহ সব আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি প্রদানের আবেদন করা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও