পাওয়ার প্লের নিয়মে পরিবর্তন আনছে এলপিএ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১৮:২৯
টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব আসর চলছে আটলান্টিক মহাসাগরের পাড়ে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে চলমান বিশ্বকাপ প্রায় শেষ পর্যায়ে। এই আসরসহ আন্তর্জাতিক এবং স্বীকৃত টি-টোয়েন্টিতে সাধারণত ইনিংসের প্রথম ছয় ওভার পাওয়ার প্লে থাকে। তবে সেটিকে বাড়িয়ে আট ওভারের নিয়ম করছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। যেখানে প্রথম ছয় ওভারের পর বাকি দুই ওভার পাওয়ার প্লে থাকবে ডেথ ওভারে।
আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এলপিএল কর্তৃপক্ষ। সাধারণত প্রথম পাওয়ার প্লের খেলায় ৩০ গজ বৃত্তের বাইরে থাকেন দুজন ফিল্ডার। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগেও ওই নিয়ম থাকছে। তবে ডেথ ওভারে ১৬ ও ১৭তম ওভারে যে পাওয়ার প্লে নতুন করে চালু করা হচ্ছে, ওই সময় বৃত্তের বাইরে থাকবেন চারজন ফিল্ডার। ওই দুই ওভারকে নাম দেওয়া হয়েছে ‘পাওয়ার-ব্লাস্ট ওভার।’
- ট্যাগ:
- খেলা
- নিয়ম
- পরিবর্তন
- পাওয়ার প্লে