কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদের পর এখনো জমে ওঠেনি প্রযুক্তিপণ্যের বাজার, দামও অপরিবর্তিত

প্রথম আলো প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১৪:১৭

ঈদের দীর্ঘ ছুটি শেষে অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও রাজধানীর প্রযুক্তিপণ্যের বাজারে খুব বেশি ক্রেতার আনাগোনা নেই। ফলে ঈদের পর এখনো জমে ওঠেনি প্রযুক্তিপণ্যের বাজার, দাম রয়েছে আগের মতোই। অর্থাৎ ঈদের পর কম্পিউটার যন্ত্রাংশের দাম উল্লেখযোগ্যভাবে বাড়েনি বা কমেনি। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের যন্ত্রাংশের দাম সংগ্রহ করা হয়েছে।


প্রসেসর


ইন্টেল: কোর আই-৯ ৬.০০ গিগাহার্টজ (গি.হা.) ১৪ প্রজন্ম ৭২ হাজার টাকা, কোর আই-৯ ৫.৮০ গি.হা. ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আই-৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই-৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৮০০ টাকা ও কোর আই-৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।


এএমডি: রাইজেন-৯ ৭৯০০এক্স ৪.৭০-৫.৬০ গি.হা. ৪৭ হাজার টাকা, রাইজেন-৭ ৫৭০০জি ৩.৮- ৪.৬ গি.হা. ২০ হাজার টাকা, রাইজেন-৭ ৭৭০০এক্স ৪.৫০-৫.৪০ গি.হা. ৩৩ হাজার ৫০০ টাকা ও রাইজেন-৫ ৫৬০০জি ৩.৯০-৪.৪০ গি.হা. ১৫ হাজার ২০০ টাকা।


মাদারবোর্ড


আসুস: ইএক্স-এইচ৬১০এম-ভি৩ ডিডিআর-৪ ৯ হাজার ৮০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস ডিডিআর-৪ ১৯ হাজার ৩০০ টাকা।


গিগাবাইট: গিগাবাইট বি৭৬০এম গেমিং এক্স ডিডিআর-৪ ইন্টেল মাদারবোর্ড ২০ হাজার ২০০ টাকা, গিগাবাইট বি৪৫০এম ডিএস৩এইচ ভি২ ডিডিআর-৪ এএমডি মাদারবোর্ড ১১ হাজার টাকা।


এমএসআই: প্রো এইচ ৬১০ এম-জি (ডিডিআর-৪) ১১ হাজার টাকা, বি৪৫০এম-এ প্রো ম্যাক্স ৮ হাজার টাকা।


র‍্যাম


ট্রান্সসেন্ড: জেটর‍্যাম ৪ জিবি (ডিডিআর ৪) ১ হাজার ৬০০ টাকা, জেটর‍্যাম ৮ জিবি (ডিডিআর ৪) ২ হাজার ৪০০ টাকা।


করসায়ার: ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ জিবি ২ হাজার ৫৯০ টাকা, ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ১৬ জিবি ৪ হাজার ৩৯০ টাকা।


জিস্কিল: ট্রাইডেন্ট জেড ৩২০০ মেগাহার্টজ ৪ জিবি (ডিডিআর ৪) ২ হাজার ৬০০ টাকা।


গিগাবাইট: অরাস ১৬ জিবি (ডিডিআর ৫) ৬০০০ মেগাহার্টজ ৭ হাজার ২০০ টাকা।


টুইনমস: ডিডিআর-৩ ১৬০০ বাস ৪ জিবি ১ হাজার ৩৫০ টাকা, ডিডিআর-৪ ২৪০০ মেগাহার্টজ ১ হাজার ৪০০ টাকা, ডিডিআর-৩ ১৬০০ বাস ৮ জিবি ১ হাজার ৯৯০ টাকা, ডিডিআর-৪ ২৪০০ মেগাহার্টজ ৮ জিবি ২ হাজার ৩০০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও