কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অল্পতেই রেগে যায় স্ত্রী? সহজে মন পাবেন যেভাবে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১৪:১৩

সম্পর্ক অনেকটা নদীর মতো। সেখানে যেমন জোয়ার থাকবে। তেমনই ভাটারও সময় আসে। তবে, সেই ভাটা থেকে সম্পর্কে কীভাবে প্রেমের জোয়ার আসবে, তা নির্ভর করে স্বামী-স্ত্রীয়ের প্রচেষ্টার উপরেই। এদিকে, অনেক স্ত্রীই কথায় কথায় খালি রেগে যান। সেখানে স্ত্রীয়ের মান ভাঙাতে বেকায়দায় পড়েন স্বামীরা। তবে, তা ফেলে রাখলেও তো চলবে। তাতে অযথা দুটি মনের মধ্যে বাড়বে দূরত্ব। তাই স্ত্রীকে মানানোর কিছু সহজ টিপস রইল।


সমস্যার গভীরে যান


সমস্যা সমাধানের আগে জানতে হবে তো কী কারণে স্ত্রী রেগে গেছেন। তবেই তার রাগ কমানোর সহজ উপায় খুঁজে পাবেন। এক্ষেত্রে স্ত্রীদের রাগ বোঝার জন্য স্বামীদের একটু সংবেদনশীল কিন্তু হতেই হবে। পাশাপাশি স্ত্রীয়ের হাবভাব খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে। তাতেই সহজে সমস্য়া ধরে ফেলতে পারবেন আপনি। আর তখন সঙ্গীর মন জিতে নেওয়া এমন কোনও কঠিন কাজ বলে মনে হবে না।


মন দিয়ে তার কথা শুনুন


কোনও কারণে স্ত্রী আপনার উপর ক্ষুণ্ণ? তাহলে তার রাগ আরও বাড়াবেন না। তাতে বিপদে পড়বেন আপনি নিজেই। বরং তার কথা অগ্রাহ্য করবেন না। তিনি আপনাকে কিছু বলতে এলে তা মন দিয়ে শুনুন। এই সময় কথার মাঝে কথা না বলাই ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও