১২ অভিনেতা নিয়ে সৃজিতের নতুন ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে

যুগান্তর প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১৩:৪২

টালিউডের ১২ অভিনেতাকে নিয়ে সৃজিত মুখোপাধ্যায় নতুন ছবি বানিয়েছেন। তবে ছবির নাম এখনো ঠিক হয়নি। এ ছবির শুটিং চলাকালীন তিনি জানিয়েছিলেন ছবির নাম হবে— ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। কিন্তু প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, ছবিটির শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এসভিএফ প্রযোজিত এ ছবিটির নাম ঠিক করে খুব শিগগির মুক্তির দিনক্ষণ জানানো হবে।


আনন্দবাজার প্রতিবেদনের খবরে জানা যায়, টালিপাড়ার ১২ অভিনেতাকে নিয়ে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি। এ ছবির নাম ঠিক না হলেও শুটিং চলাকালীন পরিচালক জানিয়েছিলেন— ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। কিন্তু প্রযোজনা সংস্থা জানিয়েছে, ছবিটির শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি। এসভিএফ প্রযোজিত এ ছবিটির নাম ঠিক করে খুব শিগগির মুক্তির দিনক্ষণ জানানো হবে।


এদিকে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ঘোষণার পর থেকেই দর্শকমহলে কৌতূহল লক্ষ করা যায়। কারণ এ ছবিতে অভিনয় করেছেন টালিউডের ১২ অভিনেতা। ইতোমধ্যে ছবির শুটিং শেষ করেছেন পরিচালক। এবং ছয় অভিনেতার ফার্স্ট লুক গণমাধ্যমে প্রকাশ করেছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও