শীর্ষ থেকে পতনের পর আবার বেড়েছে এনভিডিয়ার শেয়ারের দাম
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ২০:৩৬
বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হওয়ার পরপরই এনভিডিয়ার শেয়ার ছেড়ে দিতে শুরু করেছিলেন বিনিয়োগকারীরা। এর জেরে শীর্ষস্থান হারায় তারা। তবে গতকাল মঙ্গলবার আবার শেয়ারের দাম বেড়েছে এই চিপ নির্মাতা কোম্পানির।
গতকাল এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছে ৭ শতাংশ, যদিও এর আগে টানা তিন দিন এই কোম্পানির শেয়ারের দাম কমেছে। সিএনএন জানায়, তিন দিন ধরে শেয়ারের দাম কমার কারণে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছিল। সেটা হলো, কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লবে এনভিডিয়া কোম্পানি যে নেতৃত্বস্থানীয় আসনে ছিল, সেই জায়গা তারা হারাতে বসেছে কি না।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- এনভিডিয়া
- শীর্ষে
- পতন