চ্যাটজিপিটি কি ফ্রিল্যান্সারদের কাজ কেড়ে নিচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১৮:১৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে জানাতে পারে। ব্যবহারকারীর নির্দেশমতো নিজ থেকে বার্তা, নিবন্ধ লেখার পাশাপাশি বিভিন্ন কাজও করতে পারে চ্যাটবটটি। কিন্তু জনপ্রিয় চ্যাটজিপিটির কারণে ঝুঁকিতে পড়েছেন বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবীরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, চ্যাটজিপিটির কারণে কাজ কমছে মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সারদের। এ ক্ষেত্রে অনলাইনে লেখালেখি ও প্রোগ্রামিংয়ে দক্ষ ফ্রিল্যান্সাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষকেরা দুটি দলে বিভক্ত। একদল মনে করে, এআই ভবিষ্যতে বিভিন্ন পেশাজীবীদের চাকরি ঝুঁকিতে ফেলবে। অন্যদলের ধারণা, চাকরি ঝুঁকিতে ফেলার পরিবর্তে বিভিন্ন পেশার কাজ সহজ করবে। তবে জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গবেষকদের চালানো নতুন এ গবেষণায় দেখা গেছে, চ্যাটজিপিটি চালুর পর ফ্রিল্যান্সারদের কাজ ২১ শতাংশ কমেছে। কাজ কমার এই হার আরও বাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও