অপরাধ–সম্পর্কিত ৪৪০ কোটি মার্কিন ডলার জব্দ করেছে সিঙ্গাপুর

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুন ২০২৪, ১৮:১৪

সিঙ্গাপুরের কর্তৃপক্ষ ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত ৪৪০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ ৬০০ কোটি সিঙ্গাপুর ডলার জব্দ করেছে। এই অর্থ অপরাধ ও পাচারের সঙ্গে সম্পর্কিত ছিল বলে দেশটি আজ বুধবার জানিয়েছে। পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী হিসেবে সিঙ্গাপুরের পরিচিতি থাকলেও গত বছর দেশটিতে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে।


অর্থ পাচারের তদন্তের অংশ হিসেবে সিঙ্গাপুরের কর্তৃপক্ষ গত বছর বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছিল। এসব অভিযান ৩০০ কোটি সিঙ্গাপুর ডলার পাচারের সঙ্গে সম্পর্কিত ছিল। বিশ্বে এখন পর্যন্ত এ ধরনের যতগুলো অভিযান পরিচালিত হয়েছে, সিঙ্গাপুরের ওই অভিযান ছিল সেগুলোর মধ্যে অন্যতম বিস্তৃত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও