![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bdnews24/2023-07/b20a0499-1642-45a9-8302-d721a81dbc7d/cumilla_murder_hung_110723_01.jpg)
কুমিল্লায় হত্যা মামলায় ছয় জনের প্রাণদণ্ড
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নুরুল হক হত্যা মামলায় ছয়জনের প্রাণদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে এই মামলায় আরও ১০ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহঙ্গীর আলম বুধবার দুপুরে কয়েক আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বলে জানান আদালতের এপিপি মোহাম্মদ জাকির হোসেন।
আইনজীবী বলেন, ২০১১ সালের ব্রাহ্মণপাড়া উপজেলায় নুরুল হককে হত্যা করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হত্যার দায়ে মৃত্যুদণ্ড